ইংল্যান্ড ক্রিকেট দলে বহু দিন ধরে তিনি খেলেছেন।ইংল্যান্ড এর সেরা ক্রিকেটার দের মধ্য তিনি অন্যতম। ইতিমধ্যে ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ভারত ব্যার্থ হয়েছে।এদিকে পিটারসন রওনা দিয়েছেন ওভালের পথে।এই সিরিজে ৫৪৪ রান করে সকলকে ছাপিয়ে গিয়েছে ভারতীয় অধিনায়ক। তাকেই দেখতে নাকি মাঠে আসছেন পিটারসন।ইংল্যান্ড এর প্রাক্তন ক্রিকেটার এই নিয়ে শনিবার টুইট করেন।সুতারাং বলা যায় বিরাটের খ্যাতি আজ বিশ্বজুড়ে। তার বিজয় রথ অব্যাহত। তার রানরেট নজর কেড়েছে এই ইংল্যান্ড এর প্রাক্তন ক্রিকেটার এর।এই সময়ের সেরা অনুভূতি আর কিছুই হতে পারেনা।
ওভালের পথে রওনা দিয়েছেন পিটারসন
শনিবার,০৮/০৯/২০১৮
574
বাংলা এক্সপ্রেস---