ব্রিজ ব্যবহারে মুখ্যমন্ত্রীর নির্দেশ পুলিশ কর্তাদের বোঝালেন ডিজি


শুক্রবার,০৭/০৯/২০১৮
644

বাংলা এক্সপ্রেস---

নবান্ন: কলকাতা সহ রাজ্যে যোগাযোগ ব্যাবস্থাকে উন্নত করতে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে একাধিক উড়ালপুল। এইসব উড়ালপুল ব্যাবহারের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ থাকলেও থোড়াই কেয়ার করেন না কেউই। আর যাঁদের সেই বিধিনিষেধ পালনে কড়া ভূমিকা গ্রহন করা উচিত তাদের ভূমিকাও প্রশ্নের মুখে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর এবার আর হালকা ভাবে নিতে চাইছেন না রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন তিনি। এবার সেই নির্দেশিকা অন্যান্য কর্তাদের বুঝিয়ে দিলেন ডিজি। শুক্রবার এই নিয়ে বৈঠক হয় নবান্নে।
নবান্নে ডিজি সি বীরেন্দ্রর বৈঠক করলেন শুক্রবার।
বৈঠকে ছিলেন,
১) কলকাতা পুলিশের কমিশনার।
২) ব্যারাকপুর পুলিশ কমিশনারের কমিশনার।
৩) হাওড়া পুলিশ কমিশনারের কমিশনার।
৪) বিধাননগর পুলিশ কমিশনারের কমিশনার।

বৈঠকে ঠিক হয়েছে,
১) ব্রীজের উপর দিয়ে ২০ চাকার গাড়ী ওঠা যাবে না।
২) ওভার লোড (১০ চাকার গাড়ী) গাড়ী তোলা যাবে না ব্রীজে।
৩) একসঙ্গে ব্রীজের উপর প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকা যাবে না৷
৪) ব্রীজের উপরে ভারী জিনিস রাখা যাবে না।
৫) ট্রাফিক কন্ট্রোল ঠিক রাখতে হবে যাতে ব্রীজের উপর জ্যাম না হয়।

প্রসঙ্গত, এই নির্দেশ গুলি গতকাল মুখ্যমন্ত্রী বৈঠকে দিয়েছিলেন। আজ সেই নির্দেশ গুলি কমিশনারদের বুঝিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট