কলকাতা: দেশজুড়ে বিশিষ্ট সমাজ কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে এবং ইউএপিএ সহ সমস্ত কালাকানুন বাতিলের দাবিতে বৃহস্পতিবার শহরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন ভাঙড়ের আন্দোলনকারীরা। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে এদিন মৌলালীতে হাজির হয়েছিলেন তাঁরা। ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেতা অলিক চক্রবর্তী, শর্মিষ্ঠা চৌধুরী, সমাজকর্মী ভারতী মুৎসুদ্দি সহ বিভিন্ন গন আন্দোলনের কর্মীরা এদিন হাজির ছিলেন প্রতিবাদ জানাতে। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের নীতির বিরুদ্ধেই সরব হন তাঁরা। মৌলালি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলেও অংশ নেন তাঁরা।
শহরে প্রতিবাদ কর্মসূচিতে অলিক চক্রবর্তী, শর্মিষ্ঠা চৌধুরীরা
বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
652
বাংলা এক্সপ্রেস---