ডুলুং নদীর জল বেড়ে প্লাবিত হল চিল্কিগড় ব্রীজ


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
665

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম :- ডুলুং নদীর জল বেড়ে প্লাবিত হল জামবনি ব্লক চিল্কিগড় কজওয়ে। প্রতিবছরের মতো এবারও টানা বৃষ্টিতে ডুলুং জল বেড়ে
ব্যাপক প্লাবিত হয়েছে চিল্কিগড় কজওয়ে এর ফলে জামবনি ব্লক দুটি ভাগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং ব্লক সদর গিধনি ঝাড়গ্রাম জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জল বাড়ার ফলে

চিল্কিগড় কজওয়ে উপর দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আবারও এইদিনের জল বাড়ার ফলে চিল্কিগড় ডুলুং নদী উপর সেতু তৈরির দাবি তীব্র হয়েছে। উল্লেখ্য ডুলুং নদীর উপর সেতু তৈরির জন্যগত বছর কয়েক লক্ষ টাকা ব্যয়ে জামবনি ব্লক প্রশাসনের উদ্যোগে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু

এখনও সেতু আদৌ তৈরি হবে কিনা তা কেউ জানেন না। আগস্ট মাসের বেড়ে ব্লক সদর ঝাড়গ্রাম জেলা সদর প্রথম সপ্তাহের টানা দুদিনের বৃষ্টিতে কিভাবে চিল্কিগড় তুলুন এর জল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট