রাজ্যের উড়ালপুল গুলি কোন অবস্থায়? নবান্নে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
657

বিকাশচন্দ্র ঘোষ---

নবান্ন: মাঝেরহাট সেতুর একাংশ ভাঙে পড়ার ঘটনা থেকে এবার শিক্ষা নিতে চাইছে রাজ্য প্রশাসন। নড়েচড়ে বসলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে আধিকারিকদের বৈঠকে ডাকলেন।কালই দার্জিলিং সফর সেরে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সোজা চলে যান ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে। এই দুর্ঘটনায় উদ্বিগ্ন ররাজ্যের প্রশাসনিক প্রধান। দার্জিলিং থেকেই গোটা পরিস্থিতির দদিকে নজর রেখেছিলেন। এই দদুর্ঘটনাকে যে ততিনি যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছেন তা স্পষ্ট তড়িঘড়ি বৈঠকে বসার সিদ্ধান্তে। রাজ্যের সেতু গুলির হালহাকিকত জানতে আজ দুপুরের পর KMDA, PWD, POLICE, CS ও অন্যান্য আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠক থেকে কড়া বার্তা দিতে চান সংশ্লিষ্ট কর্তাদের।উল্লেখ্য, পোস্তার নির্মিয়মান ব্রিজ ভেঙে পড়ার পর উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষায় নানাবিধ পদক্ষেপ গ্রহন করা হয়েছিল। তারপরও এমন বড় ধরনের দুর্ঘটনা কিভাবে ঘটল তার সঠিক কারন খুঁজতে চান মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠক তাই যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করে ওয়াকিবহাল মহল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট