ঝাড়গ্রাম: টান পড়েছে খাবারে। দলমা থেকে নেমে আসা হাতির পাল আর ফিরতে চাইছে না দলমায়। বাড়ছে হাতির হানা। নষ্ট হচ্ছে জমির ফসল। আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামবাসীদের।কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না দাঁতাল হাতির দলকে। দলবদ্ধ ভাবে তাদের হামলা সমানে চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে।হাতির আতঙ্কে দিন কাটছে ঝাড়গ্রাম জেলার মানুষদের।সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাতির আতঙ্কে ঘর থেকে বেরোনের সাহস পাচ্ছেন না গ্রামবাসীরা। দলমার থেকে আসা ৫০টি দাঁতাল হাতির পাল যেভাবে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের চাষীরা।মাঠেও হাতির দলটি ব্যপক হামলা চালায়। ধানের প্রচুর ক্ষয়ক্ষতি করে বলে স্থানীয় বাসিন্দারা জানানা। তাদের দাবী অবিলম্বে হাতি গুলি কে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাক বন দফতর।কিন্তু তা কি আদৌ সম্ভব, উদ্বেগে গ্রামবাসীরা।
নয়াগ্রামে হাতির পাল আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামবাসীদের
বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
642
বাংলা এক্সপ্রেস---