ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজে চলছে উদ্ধারকার্য


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
725

বিকাশচন্দ্র ঘোষ---

কলকাতা: মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া অংশে উদ্ধারকার্য চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম তদারকি করছেন কাজের। তিনি জানান, রাত সাড়ে আটটা পর্যন্ত এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহর্তে ভেঙে পড়া অংশের বিভিন্ন পয়েন্টে গর্ত করে দেখা হচ্ছে কোথাও কেউ আটকে পড়েছে কিনা। বেশ কয়েকটি ক্রেন নামানো হয়েছে উদ্ধারকার্যে।ভেঙে পড়া অংশে মিনিবাস সহ বেশ কয়েকটি গাড়ি, মোটর বাইক ভেঙে পড়া ব্রিজের সঙ্গে নিচে পড়ে যায়। এই সব গাড়ির যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। নতুন করে আর কাউকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে যাতে তড়িঘরি হাসপাতালে পাঠানো যায়। পুলিশ কমিশনার রাজীব কুমান নিজে উদ্ধার কার্য দেখভাল করছেন।

উল্লখ্য, ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজের একটা অংশ। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। নিচে অনেক গাড়ি চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। ইতিমধ্যেই বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে। উদ্ধারকারী দল উদ্ধারকার্য শুরু করেছেন। উদ্বিগ্ন মানুষজন। প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় উদ্বিগ্ন।দার্জিলিং সফরে তিনি। মমতা নির্দেশ দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানোর জন্য। আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলেও ঘোষনা করেছেন তিনি।

https://youtu.be/lKoPAavOJ1c

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট