কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের আইকন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডক্টরেট উপাধিতে ভূষিত করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষনা করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। তিনি জানান, তাদের এই প্রস্তাব গ্রহন করেছেন এই প্রখ্যাত অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডক্টরেট দিতে পেরে তাঁরা যে যথেষ্টই গর্বিত তা জানাতে ভোলেননি অনুরাধাদেবী। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠিত হবে। ওই দিনের অনুষ্ঠানে ভারতরত্ন সি আর রাও উপস্থিত থাকবেন। তাঁকেও ডক্টরেট সম্মানে সম্মানিত করা হচ্ছে। তিনিও সম্মান নিতে অনুমোদন দিয়েছেন বলে এদিন উপাচার্জ জানিয়েছেন। কনভোকেশনে ৭৫০ জনকে ডিগ্রি দেওয়া হবে।
সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডক্টরেট সম্মান দিচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
মঙ্গলবার,০৪/০৯/২০১৮
804
বাংলা এক্সপ্রেস---