মদ খেয়ে কুকুরের কান কেটে নেওয়ার অভিযোগ


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
563

সুমন করাতি---

হুগলি: মদ খেয়ে বাড়ি ফেরার পথে কুকুর ঘেউ ঘেউ করায় কুকুরের কান কেটে নেওয়ার অভিযোগ এক মদ্যপের বিরুদ্ধে।এলাকাবাসী ধরে পুলিশে দিল অভিযুক্ত শম্ভু ঢালিকে।উত্তরপারা মাখলা ১নং গভঃ কলোনী এলাকার ঘটনা।গতকাল রাতে মদ খেয়ে বাড়ি ফিরছিল শম্ভু,তার পিছু নেয় পারার কুকুর।ঘেউ ঘেউ করে চেঁচাতে থাকে। চুপ করাতে কুকুরের কান কেটে নেয় সে।এই ঘটনা জানার পরই এলাকার লোকজন শম্ভুকে আটকে রেখে পুলিশে খবর দেয়।উত্তরপাড়া থানার পুলিশ শম্ভু ঢালিকে গ্রেফতার করে।

https://youtu.be/paWqV61xWGQ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট