হুগলি: আজ রাত সাড়ে দশটা নাগাদ উত্তরপাড়া কোতরং পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে পেশায় মাছ ব্যাবসায়ী রাসমহন রত্ন কে গলায় ক্ষুর চালায় ,গুরুতর অবস্থায় তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়,পরিবারের দাবি নিত্যদিন এলাকারই এক যুবক জগা বাহাদুর রাতের বেলা মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালাগাল ও এলাকায় গন্ডগোল করে ,আজ তা চূড়ান্ত আকার ধারণ করে তখনই রাশমোহন বাবু এই ঘটনার প্রতিবাদ করেন,ঠিক তখনই তাকে ধারালো খুর দিয়ে গলায় আঘাত করে।সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরে রাশমোহন বাবু, পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ও ১২টি সেলাই পরে,এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
পেশায় মাছ ব্যাবসায়ী রাসমহন রত্ন কে গলায় ক্ষুর
সোমবার,০৩/০৯/২০১৮
483
বাংলা এক্সপ্রেস---