ফুটবল জ্বরে কাঁপছে যুবভারতী


রবিবার,০২/০৯/২০১৮
788

বাংলা এক্সপ্রেস---

আজ রবিবার , দেখতে দেখেতে এসে গেল আরো একটা ডার্বি । ইতিমধ্য মাঠে ভিড় জমিয়েছেন সমর্থকরা। আজ এই ম্যাচ জিততে মরিয়া লাল হলুদ শিবির। এবার চাকা ঘোরাতে চান সুভাষ। কারন শেষ ৬ ডার্বিতে জয় নেই ইস্টবেঙ্গল এর। আজকের ম্যাচ জিততে মরিয়া দুই শিবির। রবিবারের ডার্বিতে ইস্টবেঙ্গলের বড়সড় পরীক্ষা নিতে তৈরি ডিকা ও হেনরি কিসসেকা। দুরন্ত ছন্দে রয়েছেন ক্যামেরুনের স্ট্রাইকার। উগান্ডান স্ট্রাইকার এখনও জ্বলে উঠতে না পারলেও দুই স্ট্রাইকারের বোঝাপড়া বেশ জমে গিয়েছে। আর এই বোঝাপড়াই লাল-হলুদকে ভোগাবে বলে মনে করছেন বহুযুদ্ধের সৈনিক সনি। তিনি বলেন, ‘‘দিকা আর হেনরির যুগলবন্দি কাজ করতে শুরু করে দিয়েছে।

ডার্বিতে দিকা আর হেনরি গোল করবে। মিলিয়ে নেবেন।’’ ২১ জানুয়ারির ডার্বির আগে ডিকাকে উদ্দীপ্ত করার কাজটা করে গিয়েছিলেন সনি। মাঠে নেমে ক্যামেরুনের স্ট্রাইকার অন্য অবতারে ধরা দিয়েছিলেন। আজকের ম্যাচ নিয়ে উত্তেজিত কলকাতাবাসী। শুধু তাই নয় রবিবার দিনে এই ম্যাচ নিয়ে নানা ভাবনা চিন্তা রয়েছে। নিজের দলকে সমর্থন করতে মাঠে আসবেন তারা। সবমিলিয়ে রবিবার জমজমাট। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে মাঠে এসেগেছেন বহু সমর্থক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট