নিজের বিয়ে নিজে রদ করল নাবালিকা, নাবালিকার পাশে ব্লক প্রশাসন


রবিবার,০২/০৯/২০১৮
580

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ– ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙা গ্রামে। প্রদীপডাঙা গ্রামের বাসিন্দা পেশায় চাষী আবু বাক্কার তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন গ্রামেরই এক যুবকের সাথে। পাত্র সঞ্জু সেখ পেশায় চাষী। রবিবার ছিল তার বিয়ের দিন। নাবালিকা নুরভানু খাতুন(১৫) নিশ্চিন্তপুর হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্রী। নাবালিকা বিয়ে নয় পড়াশোনা করে নিজের পায়ে দাড়াতে চায়। ফলে বিয়ে রদ করার আর্জি জানিয়ে সে ব্লকের কন্যাশ্রী যোদ্ধাদের দারস্থ হয়।

নাবালিকার পরিবারকে বোঝানো হয় বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে। নাবালিকার বাবা প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দেন মেয়ে সাবালিকা হলে তবেই মেয়ের বিয়ে দেবেন। আর্থিক দুরবস্থার কারনেই মেয়ের বিয়ে দিচ্ছিলেন বলে জানান তিনি। শনিবার দুপুরে নাবালিকার বাড়িতে হাজির হন ব্লকের কন্যাশ্রী যোদ্ধা, সিনির স্বেচ্ছাসেবী, সবলা বাহিনী, ও হরিহরপাড়া থানার পুলিশ। এদিনই বিকেলে নাবালিকা সহ তার বাবাকে ব্লক অফিসে নিয়ে গিয়ে নাবালিকার হাতে স্কুল কিটস তুলে দেন বিডিও পুর্নেন্দু সান্যাল,জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত। নাবালিকার পরিবারকে বিডিওর তরফে আর্থিক সাহায্যও করা হয়। বিডিও জানান নাবালিকা যাতে পড়াশোনা করে নিজের পায়ে দাড়াতে পারে তার জন্য নাবালিকার পাশে থাকবে ব্লক প্রশাসন। সে যাতে কন্যাশ্রীর আওতায় আসে তার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট