পুজোর আগেই চালু হচ্ছে জিঞ্জিরা বাজার থেকে বাটানগর উড়ালপুল


শনিবার,০১/০৯/২০১৮
671

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: এবারের দুর্গোৎসবের আগেই চালু হতে চলেছে শহরের অন্যতম দীর্ঘতম উড়ালপুল। জিঞ্জিরা বাজার থেকে এই নতুন উড়াল পুল শুরু হয়ে একেবারে পৌঁছে যাওয়া যাবে বাটানগরে। শনিবার উড়ালপুলের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সপার্ষদ যান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।কাজের অগ্রগতি দেখে যথেষ্টই সন্তুষ্ট তিনি। তিনি সাংবাদিকদের জানান মাস খানেকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

পুজোর আগেই এই উড়ালপুল চালু করে দেওয়া সম্ভব হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উড়ালপুলের উদ্বোধন করবেন বলে জানান তিনি।উড়ালপুলের কাজ শেষ হলেই নিচের রাস্তা সংস্কার করার কাজ শুরু হয়ে যাবে বলেও এদিন জানান মন্ত্রী।

https://youtu.be/R3eh-yuPYRU

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট