শ্মশান ঘাটে হঠাৎ নড়ে উঠল মৃতদেহ


শনিবার,০১/০৯/২০১৮
1024

বাংলা এক্সপ্রেস---

শ্মশান ঘাটে হঠাৎ নড়ে উঠল মৃতদেহ। বেঁচে উঠেছে ভেবে শুরু হল হাত পা ঘষা। কেউ কেউ বলল শ্বাস চলছে। শ্মশান ঘাট থেকে তুলে নিয়ে যাওয়া হল চিকিৎসকের কাছে। চিকিৎসক মৃতদেহ ভাল করে পরীক্ষা করে বললেন মৃত্যুই হয়েছে রেনু পালের। ত্রিবেনী বৈকুন্ঠপুরের প্রৌঢ়া রেনু পালের মৃত্যু হয় আজ সকালে। দাহ করতে ত্রিবেনী শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। সেখানেই হঠাৎ শোরগোল পরে যায় মৃতদেহ জান ফিরে পেয়েছে।

https://youtu.be/f3nWMDC9IHA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট