বেসরকারি ব্যাংকের কর্মী পার্থ চক্রবতী খুনের কিনারা করলো ডোমজুর থানার পুলিশ


শনিবার,০১/০৯/২০১৮
805

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: ডোমজুর থানার রাঘবপুরে গত বুধবার বেসরকারি ব্যাংকের কর্মী পার্থ চক্রবতী খুনের কিনারা করলো ডোমজুর থানার পুলিশ ।পুলিশ সূত্রে খবর গত বুধবার 4 নম্বর গ্রুপ থেকে টাকা সংগ্রহ করতে 5 নম্বর গ্রুপে যায়। এবং ওই পাচ নম্বর গ্রুপ টি বসে কাটলিয়া জাহাঙ্গীর পাড়ার সেখ শামসুদ্দিনের বাড়িতে।শামসুদ্দিন ব্যাবসার জন্য কিছু টাকার লোন নেয় ওই বন্ধন ব্যাংক থেকে সেই লোনের টাকা সংগ্রহ করতে যায় ব্যাংক করমি পার্থ চক্রবর্তী।শামসুদ্দিন গত তিন সপ্তাহ ধরে কোনো টাকা দিত না ওই ব্যাংক কর্মীর হাতে পার্থ বাবু বার বার বলে শামসুদ্দিন কে টাকা দিতে। তিনি কিন্তু কোনো টাকা দিত না।এই ঘটনায় গত বুধবার শামসুদ্দিনের বাড়ি তে বসে একটি মিটিং সেই থেকে সবাই চলে গেলে শামসুদ্দিন দরজার বাথাম দিয়ে পার্থ চক্রবর্তী র মাথায় আঘাত করে পার্থ বাবু তখন অচৈতন্য অবস্থায় মাটি তে পরে যায়।এরপর তাকে নিশংস ভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়। তার দেহকে কেটে কেটে তিন থেকে চার টুকরো করে ওর বাড়ি তেই।এই ঘটনায় পার্থ চক্রবর্তীর দেহ টি লোপাট করতে গেলে দেহের পুরো অংশটি প্লাস্টিক দিয়ে মুরে ফেলা হয়।প্রথম অংশটি ফেলে 6 নম্বর জাতীয় সড়কের উপর অংকুরহাটি চেকপোস্টে এবং দ্বিতীয় অংশটি ফেলে রাঘবপুরে এই ঘটনায় হাওড়া ডোমজুর থানার পুলিশ 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করে।এবং অভিযুক্ত আসামি কে দফায় দফায় জিজ্ঞাসা বাদ করছে পুলিশ যে এর সাথে আরোও কেউ যুক্ত আছে কিনা সেদিকে তদন্ত করছে পুলিশ।পার্থ বাবুর কাছে থাকা তিন লক্ষ আটান্ন হাজার টাকা উদ্দার করে পুলিশ।উদ্দার হয়নি তার সেই সাইকেল আর মোবাইল ফোন টি।এবং যে ধারালো অস্ত্র দিয়ে তাকে নিশংস ভাবে হত্যা করা হয়েছে সেটিও উদ্দার করা হয়নি।পুলিশ ধারালো অস্ত্রটির কথা জিজ্ঞাসা করলে সেটি গঙ্গা ফেলে দিয়েছে এমনটাই পুলিশ কে জানিয়েছেন অভিযুক্ত আসামি সেখ শামসুদ্দিন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট