স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রকে পোলে বেঁধে বেধড়ক মার শিক্ষকের


শুক্রবার,৩১/০৮/২০১৮
497

বাংলা এক্সপ্রেস---

রঘুনাথগঞ্জঃ বেসরকারি স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রকে পোলে বেঁধে বেধড়ক মার এক শিক্ষকের বলে অভিযোগ। আশঙ্কা জনক অবস্থায় ছাত্রটিকে ভর্তী করা হয়েছে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার নিস্তা এলাকায়। অভিযোগ গত ২৮শে আগষ্ট রঘুনাথগঞ্জ মডেল স্কুল নামে একটি বেসরকারি স্কুলে বেশ কয়েক জন ছাত্র পরিক্ষার ফি বাবদ ৭০টাকা দিতে না চাওয়ায় তিন ছাত্রকে বেধড়ক পেটায় অভিযুক্ত শিক্ষক বলে অভিযোগ। অভিযুক্ত শিক্ষকের নাম শুভম সাহা।

মারধোরের বিষয়টি তিন ছাত্রের অবিভাবকদের জানায় সপ্তম শ্রেনীর আহত ছাত্র বৈকুন্ঠ মন্ডল। সেই কথা জানতে পেরে বৃহস্পতিবার বৈকুন্ঠ মণ্ডলের উপরে চড়াও হয় স্কুলের অভিযুক্ত শিক্ষক শুভম সাহা। অভিযোগ স্কুল ছুটির পরে বৈকুন্ঠকে একটি পোলে বেঁধে পেটাতে থাকে শিক্ষক শুভম সাহা। খবর পেয়ে ছুটে যায় বৈকুন্ঠের মা কল্যানী মণ্ডল তার সামনেই চলে বেধড়ক মারধোর। সেখানই অসুস্থ হয়ে পড়ে সপ্তম শ্রেনীর ছাত্র বৈকুণ্ঠ মন্ডল। ছাত্রের মা কল্যাণী মন্ডল আহত ছেলেকে কোন রকমে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাতে শারিরীক অবস্থার অবনতি হলে ওই ছাত্রকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এখনো রঘুনাথগঞ্জ থানায় আহত ছাত্রের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।

https://youtu.be/iklGo3HfdW8

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট