হুগলি: শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল। রুগীর আত্মীয়রা লেবার রুমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাপ্রসঙ্গে জানা মগড়া থানার ছোট খেজুরিয়া এ্যাডকপনগরের গৃহবধু সায়েরা বিবি(২৫) গতকাল রাতে প্রসব যন্ত্রনা নিয়ে চুঁচুড়া হাসপাতালে ভর্তি হন। অভিযোগ পরিবারের লোকের সাথে চিকিৎসা সংক্রান্ত কোন কথাই বলা হয়নি। আজ সকালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেও পরিবারকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। সকাল ন’টা নাগাদ পরিবারের লোককে লেবার রুমে ডেকে জানানো হয় সায়ের মৃত পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকেরা। অভিযোগ তারা লেবার রুমে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অন্যদিকে গতকাল রাত থেকে সকালের মধ্যে সদর হাসপাতালে মোট চারটি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে এমনই গুরুতর অভিযোগ করেন অন্যান্য রুগীর আত্মীয়রা।
শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল
শুক্রবার,৩১/০৮/২০১৮
518
সুমন করাতি---