জাভাগাল শ্রীনাথ ভারতীয় ক্রিকেট এর ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। বর্ত্তমান তিনি আই সি সি ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছেন। একদিনের ক্রিকেটে তিনি শতাধিক উইকেট এর মালিক।বিদেশের মাটিতে তার রেকড চোখে পড়ার মত।তার বাউন্সার কে ভয় পেতেন নামী দামী ব্যাটসম্যানরা।আজ এই মহান তারকা ক্রিকেটার এর জন্মদিন।
জন্মদিনে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র
শুক্রবার,৩১/০৮/২০১৮
705
বাংলা এক্সপ্রেস---