হাওড়া: হাওড়া আমতা কুরিট খালপাড় থেকে চলে গেছে পেঁড়ো যাবার মোরাম রাস্তা। সংস্কারহীন রাস্তাটি পড়ে থাকার পরও সরকার সংস্কার করার উদ্যোগ না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাটি একেবারে ভগ্ন দশা হয়ে পড়ে আছে। সংস্কার না করায় মোরাম উঠে গিয়ে খানা খন্দে ভরা কোথাও আবার হাঁটু সমান গর্ত বেশির ভাগ ক্ষেত্রেই দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়।বর্ষায় জল জমে গিয়ে ভিষন বিপদে পড়ছে পথ চলতি মানুষ। বেশ কয়েকটি গ্ৰাম আছে মূলত এই রাস্তা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়।এই রাস্তা দিয়ে কয়েকশো যাত্রী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যাতায়াত করে।শিশু অন্তঃসত্ত্বা বয়স্কদের রাস্তা দিয়ে চলাচল করা অযোগ্য।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান প্রশাসনের অধিকারিরা ঘটনা জানার সত্ত্বেও আজ অবধি সংস্কার করার উদ্যোগ নেই নি।
মোরাম রাস্তা বেহাল অবস্থা, মানুষের দূর্ভোগ
শুক্রবার,৩১/০৮/২০১৮
697
আক্তারুল খাঁন---