কলকাতা: মশাবাহিত রোগ নিয়ে সচেতনতা গড়ে তুলতে এবং প্রশাসনকে সচেতন হওয়ার বার্তা দিতে পুর কর্তাদের সঙ্গে বৈঠক করলে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সল্টলেকের উন্নয়ন ভবনে বৈঠক হয় বৃহস্পতিবার। বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ডেঙ্গু বা মশাবাহিত কোন সংক্রমন যাতে ছড়িয়ে না পড়ে তা নিয়ে আগেভাগেই সতর্ক হতে হবে। সল্টলেকের উন্নয়ন ভবনের প্রেক্ষাগৃহে কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন সহ ১৩টি পুর এলাকার প্রৌরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাজ্যের নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিগত বছরের তুলনায় মশাবাহিত রোগের প্রকোপ এই বছর কমেছে বলে জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও আগামী দিনে কিভাবে এই মশাবাহিত রোগ নিরাময় করা যায় তা নিয়েও আলোচনা করা হয়।
মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতায় বৈঠকে পুরমন্ত্রী
বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
657
বাংলা এক্সপ্রেস---