নির্বিঘ্নে সম্পন্ন সিটুর শ্রম ভবন অভিযান, বৈঠক শ্রম মন্ত্রীর সঙ্গে


বুধবার,২৯/০৮/২০১৮
663

বাংলা এক্সপ্রেস---

কলকাতা : একাধিক দাবি আদায়ের লক্ষ্যে বুধবার শ্রম দফতর অভিযানে সামিল হলেন কয়েক হাজার শ্রমিক। সিটুর পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। এদিন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর নেতৃত্বে স্ট্রান্ড রোডে এবং রাজ্য সম্পাদক সুভাষ মুখার্জীর নেতৃত্বে রানি রাসমনি রোডে জমায়েত হন শ্রমিকরা। দু’জায়গা থেকে মিছিল পৌঁছায় শ্রম দফতরের সামনে। পুলিশের পক্ষ থেকে মিছিল আটকানোর কোন চেষ্টাই হয়নি এদিন।

ফলে আন্দোলনকারীরা শ্রম দফতেরর সামনে পৌঁছতে কোন রকম বাধার মুখে পড়তে হয়নি। তবে আইন না ভেঙে সুভাষ মুখার্জীর নেতৃত্বে রানি রাসমনি রোড থেকে মিছিল যায় ঘুর পথে ইডেনের সামনের ফুটপাথ ধরে। এদিনের কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন সিটু নেতারা।একাধিক কলকারখানা বন্ধের জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই দায়ি করেন তাঁরা।

রাজ্যের শ্রম মন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকও করেন সিটুর একটি প্রতিনিধি দল। অবিলম্বে শ্রমিকদের দাবিদাওয়া মেটানোর দাবি জানিয়ে আসেন তাঁরা।

https://youtu.be/mbR8m9jfWTA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট