ইংল্যান্ড এর মাঠে প্রতিপক্ষকে জব্দ করতে নতুন পন্থা বেছে নিল ভারতীয় দল


বুধবার,২৯/০৮/২০১৮
820

বাংলা এক্সপ্রেস---

বিদেশের মাটিতে মানিয়ে নিয়েছে ভারতীয় দল। সুইং বল কে জব্দ করতে নতুন পথ বেছে নিল ভারতীয় দল। এর আগে এই সুইং বলে হিমশিম খেয়েছে ভারতীয় দল। তাই এবার এই বলকে মোকাবিলা করতে ভারতীয় দলকে এই দিন গোলাপি বলে প্রাক্টিস করতে দেখা যায়। এদিন বিশেষ গোলাপি বলে অনুশীলন করে কোহলি সহ অন্যান্য ব্যাটসম্যানরা।সুত্রের খবর শিখর ধাওয়ান এর পরিচিত এক যুবক এই বল এনেছিলেন। সুইং বল মোকাবিলা করতে এই ভাবে নতুন ভাবে অনুশীলন করতে দেখা যায়। অন্যদিকে রবি চন্দন অশ্বিন এই দিন অনুশীলন করেন।চোট সারিয়ে তিনি আবার অনুশীলন ফিরেছেন। ইংল্যান্ড সফরে ভারতীয় দল নতুন পন্থা অবলম্বন করে কতটা এগিয়ে থাকে সেটাই দেখার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট