কামারগাঁতি – বাড়জুলি ব্রিজটি আজও সম্পূর্ণ হল না


মঙ্গলবার,২৮/০৮/২০১৮
594

হাবিব উল ইসলাম---

উত্তর ২৪ পরগনা: হাড়োয়া থানার কামারগাঁতি ও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার বাড়জুলি মন্দিরতলার মধ্যেকার সংযোগকারী ভাঙড় কাটাখালের উপর ব্রিজটি আজও সম্পূর্ণ হল না । প্রায় চার বছর আগে ব্রিজটি তৈরি হলেও দুই দিকের রাস্তার সঙ্গে সংযুক্ত না করার জন্য ব্রিজটি আজও স্থানীয় অধিবাসীদের চলাচলের উপযুক্ত হয় নি । তাই কামারগাঁতি, সোনাপুকুর, চৌধুরীচক, শালিপুর প্রভৃতি অঞ্চলের মানুষের বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা য় যাওয়ার জন্য চণ্ডীপুর যেতে ভাঙড় কাটাখালের উপর বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে । এই সাঁকোর উপর দিয়ে কামারগাঁতি হাইস্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাসহ দুই পারের বাসিন্দাদের দীর্ঘদিন যাতায়াত করতে হচ্ছে ।

বর্ষায় খালের জল বেড়ে যাওয়ায় অসুবিধা আরও বেড়েছে । কামারগাঁতি হাইস্কুলের ছাত্র সৌরভ মন্ডলের ( নাম পরিবর্তিত ) অভিযোগ, প্রয়াত প্রধান শিক্ষক কানিজ আহমেদ মহাশয় ব্রিজটি সম্পূর্ণ করার উদ্যোগ নিলেও প্রশাসন এ ব্যাপরে উদাসীন । সমস্যা মিটিয়ে শীঘ্র এই ব্রিজটি যাতায়াতের উপযুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট