নেতাদের সামনেই হাতাহাতি ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে


মঙ্গলবার,২৮/০৮/২০১৮
739

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: ছাত্র পরিষদের সভা এবং বিশৃঙ্খলা যেন একে অপরের পরিপূরক। ব্যাতিক্রম ঘটল না এদিনের মহাজাতি সদনের সভাতেও। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল ছাত্রপরিষদের দুই গোষ্ঠী। গোটা পরিস্থিতি দর্শক হয়ে দেখলেন তাঁরা। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দর বক্তৃতা শুরু হতে না হতেই মহাজাতি সদনের গ্রীনরুম থেকে দুই গোষ্ঠর বচসা ও অশ্রাব্য গালিগালাজ ভেসে আসতে থাকে।যার জেরে কয়েক মিনিট ভাষনও বন্ধ রাখতে হয় অধীর চৌধুরীকে।সাময়িক পরিস্থিতি মিটলেও সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে।

ঘটনার কথা স্বীকার করে নেন বিবাদমান গোষ্ঠীর এক ছাত্রনেতাও। প্রকাশ্যে হাতাহাতি। এমনকি রাস্তাতেও যা ছড়িয়ে পড়ে।কিন্তু পুরদস্তুর রাজনৈতিক ঢঙে ছাত্রপরিষদের রাজ্য সভাপতি বলেন, নাকি এমন কোন ঘটনায় ঘটেনি। দলের কেন্দ্রীয় নেতারা বাংলায় শক্তিশালী সংগঠন গড়ে তুলতে ভরসা রেখেছেন তাঁদের উপরেই। রাজ্য নেতাদের ভরসাও ছাত্ররাই। কিন্তু তাদের নিজের মধ্যে যে বিশৃঙ্খলা তার দাওয়াই কি?

https://youtu.be/3v8Dyl0rKRI

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট