বীরভূম: রাজনৈতিক সংঘর্ষের পর এবার বোমা উদ্ধার হল নানুরে। এলাকা দখলের লড়াইয়ে বিধায়ক গদাধর হাজরা বনাম কাজল শেখের লড়াইয়ের আঁচে ফের উত্তপ্ত নানুরের অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমেই আরো উত্তপ্ত হচ্ছে। সোমবার নানুরের পালিটা গ্রামে একটি মাঠ থেকে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করা হয়। বিষয়টি প্রথমে নজরে আসে গ্রামবাসীদের। ড্রামটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। নানুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে উদ্ধার করে বোমাগুলি। জানা গেছে তিরিশটি বোমা ড্রামে ভরে কেউ মাঠে রেখে দিয়েছিল। সেগুলি উদ্ধারের পর পুলিশের তরফে খবর দেওয়া হয় সি আই ডির বোম্ব স্কোয়াডকে। পরে বোম্ব স্কোয়াডের সদস্যরা এসে বোমা গুলি ফাঁকা মাঠে ফাটিয়ে নিস্ক্রিয় করে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় একটি সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক সূত্রে পুলিশের অনুমান রাজনৈতিক সংঘর্ষ ও এলাকা দখলের লড়াইয়ের জন্যই মজুত করা হয়েছিল বোমাগুলি।
নানুরে তিরিশটি তাজা বোমা নিষ্ক্রিয় করল পুলিশ
সোমবার,২৭/০৮/২০১৮
511
কৌশভ সান্যাল---