নানুরে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, বোমাবাজি, নামলো র‍্যাফ


সোমবার,২৭/০৮/২০১৮
523

কৌশভ সান্যাল---

বোলপুর: এলাকা দখলের লড়াইয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল নানুর। শুক্রবার সুপ্রীম কোর্টে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত রায় ঘোষনা হওয়ার সঙ্গে সঙ্গেই বীরভূমের বিভিন্ন এলাকায় শুরু হয় অকাল হোলি। পাশাপাশি শুরু হয় এলাকা দখলে রাখার লড়াই। শুক্রবার রাতে নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোঁড়া হয়। পুড়িয়ে দেওয়া হয় ইমানূর শেখ নামে এক তৃণমূল কর্মীর বাড়ি। প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। তাঁর পরিবারের অভিযোগ ইমানূর শেখকে খুন করার পরিকল্পনা করেই এসেছিল তারা। তিনি পালিয়ে যেতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি।

পলাতক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে জানা গেছে। এরপর ঐ এলাকার প্রায় চার পাঁচটি বাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। আতঙ্কে মুহুর্তে পুরুষশুন্য হয়ে যায় গোটা গ্রাম। স্থানীয় মানুষের অভিযোগ কাজল শেখের অনুগামী ও এলাকার বিধায়ক গদাধর হাজরার অনুগামীদের মধ্যে এলাকা দখলের লড়াইয়ের ফলেই এই ঘটনা ঘটেছে। এদিন কাজল শেখের অনুগামীদের ওপরে বিধায়কের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই এলাকায় নামানো হয় র‍্যাফ। রাতভর এলাকায় পুলিশি টহলের পর শনিবার সকাল থেকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে বলে জানিয়েছেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সুত্রে জানা গেছে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন এই ঘটনায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট