হুগলী: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস আজ হুগলীর ত্রিবেনী গঙ্গার ঘাটে বিসর্জনের উদ্দেশ্যে সকাল সাড়ে দশটা নাগাদ যাত্রা শুরু করেছে। সকালে চুঁচুড়ার বিজেপির হুগলী জেলা কার্যালয় থেকে এই অস্থি কলস নিয়ে বিজেপি নেতা মুকুল রায়, বিশ্বপ্রিয়, রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলী, হুগলী জেলা বিজেপির সভাপতি সুবীর নাগের নেতৃত্বে ত্রিবেনীরে রওনা হয়। বহু মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে এই অস্থি কলস মিছিল প্রত্যক্ষ করেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস আজ হুগলীর ত্রিবেনী গঙ্গার ঘাটে বিসর্জন
সোমবার,২৭/০৮/২০১৮
514
সুমন করাতি---