পথশিশু, ভিক্ষারীদের সাথে নিয়ে পালিত হল রাখীবন্ধন উৎসব 


রবিবার,২৬/০৮/২০১৮
603

বাংলা এক্সপ্রেস---

দক্ষিণ ২৪ পরগনা: ফুটপাতবাসী, ভিক্ষারী, পথশিশুদের নিয়ে রাখী বন্ধন উৎসব পালন করল দক্ষিণ ২৪ পরগনা জেলার তালদির ‘বাগমারি মাদার এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের শিক্ষাদীক্ষা শিশুদের অকাল বিয়ে আটকানো এবং নারী নির্যাতন আটকাতে আন্দোলন ও চালাচ্ছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে এইসব পথশিশুদের নিয়ে কাজ করছে।

অভিনব এই উৎসবে সামিল হয়েছিলেন স্থানীয় বহু মানুষজনও। উদ্যোক্তা সংগঠনের কর্ণধার সামসুল আলম খাঁন বলেন, ‘যাঁদের পাশে কেউ নেই আমরা তাঁদের পাশে আছি। এদিন এই সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা পথে পড়ে থাকা ভিক্ষারী, অহবেলিত প্রবীণ মানুষ, দুঃস্থ এবং ভবঘুরে মানুষদের হাতে রাখী বেঁধে, মিষ্টি ও ফল খাইয়ে নতুন জামাকাপড় পরিয়ে উৎসবটি পালন করেন। কোনও উৎসব অনুষ্ঠান ছাড়াই আমরা সব সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে আছি। তাঁদের জন্য নিরবে কাজ করে চলেছি এবং কাজ করা অামাদের সংস্থার কর্তব্য বলে মনে করি।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট