আমতা কুরিটে ইসলামিক জলসা


রবিবার,২৬/০৮/২০১৮
1207

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার আমতা থানার কুরিট যুবকবৃন্দের পরিচালনায় কুরিট গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় ইসলামিক জলসা আজ অনুষ্ঠিত হয় ।জলসায় এলাকার ধর্ম প্রাণ ভক্ত সমাবেশে গজল ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলাম ধর্মীয় জলসায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ও হাদীস শরীফ নবী পীর ওলীআল্লাহ দের অলৌকিক ঘটনার বয়ান করেন। বর্ধমান মেমারির জনাব মাওলানা গোলাম আহমেদ মোর্তজা সাহেব।এছাড়া উপস্থিত ছিলেন কুরিট মসজিদের পেশ ইমাম জনাব মাওলানা রফিকুল ইসলাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুয়াজ্জিন বর্গ ধর্ম চর্চা করেন। ধর্ম প্রাণ ভক্ত সমবেত হন ও সকলকে তাবারুক ও সিন্নি দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজক ও পরিচালক বর্গের পক্ষে সরফরাজ,হাসান, জহুর ইসলাম খাঁন সাহেব। এলাকায় সকলের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট