অবৈধ্য সম্পর্কের বিবাদের জেরে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে নিজেই আত্মঘাতী হলেন স্বামী


শুক্রবার,২৪/০৮/২০১৮
471

বাংলা এক্সপ্রেস---

ডোমকল: দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য ডোমকলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১ টা নাগাদ ডোমকল থানার আলীনগর গ্রামে। অবৈধ্য সম্পর্কের বিবাদের জেরে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে নিজেই আত্মঘাতী হলেন স্বামী। মৃত স্ত্রীর নাম সেলিনা বিবি ও স্বামী সাবিরুল ইসলাম। দম্পতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকল এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সাবিরুল সেখের সঙ্গে বিয়ে হয় সেলিনা বিবির। বর্তমানে তাদের পরিবারে স্বামী, স্ত্রী সহ আরও দুই জন ছেলে আছে। সাবিরুল সেখ পেশায় রাজমিস্ত্রি হওয়ায় কর্মসূত্রে ভিন রাজ্যে থাকত।

সপ্তাহ খানেক আগে ঈদ উপলক্ষে কেরল রাজ্য থেকে বাড়ি ফিরে আসে সাবিরুল। এখানে এসে সাবিরুল জানতে পারে স্থানীয় আত্মীয়র সঙ্গে স্ত্রীর অবৈধ্য সম্পর্ক তৈরীর কথা। শুক্রবার সকাল ১১ টা নাগাদ বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে স্ত্রী সেলিনা বিবির গলায় ফাঁস লাগিয়ে খুন করে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সাবিরুল বলে অভিযোগ পরিবারের। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিস এসে দাম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। তবে এটা খুন না আত্মহত্যা সে ব্যাপারে খতিয়ে দেখছে পুলিস। 

https://youtu.be/oiUFkkZwWPY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট