গঙ্গাসাগর: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থি কলস শুক্রবার সকালে গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হল। তার আগে কপিল মুনির আশ্রমে পুজোপাঠ অনুষ্ঠিত হয়। পুজো পাঠে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতা ও কার্যকর্তারা। উপস্থিত ছিলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় প্রমুখ। বৃহস্পতিবার সকালে এই “অস্থি কলস ” নিয়ে বিজেপি কার্যকর্তারা গঙ্গাসাগরের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন হাজার হাজার মানুষ।দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরাণী।বৃহস্পতিবার রাতেই গঙ্গাসাগরে এই অস্থি কলস নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতারা। এদিন সকালে পুজোপাঠের পর এই “অস্থি কলস ” বিসর্জন দেওয়া হয়।
গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর “অস্থি কলস”
শুক্রবার,২৪/০৮/২০১৮
445
বাংলা এক্সপ্রেস---