তারকেশ্বর মন্দিরে পুজো দিতে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
536

সুমন করাতি---

তারকেশ্বর মন্দিরে পুজো দিতে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সঙ্গে ছিলেন মা লতা ও স্ত্রী রুচিরা বন্দোপাধ্যায়। এদিন বেলা দুটো নাগাদ সাংসদের কনভয় মন্দির লাগোয়া তারকেশ্বর এস্টেট মাঠে আসে। দুধপুকুরের জলে হাত-পা ধুয়ে মন্দিরে যায়। সেখানে মন্দিরের পুরোহিতরা তাঁদের পুজো করান। মন্দির প্রদক্ষিণ করেন তিনি। মিনিট কুড়ি মন্দিরে থাকার পর তারকেশ্বর গেস্ট হাউসে যান। পড়ে বিকাল চারটে নাগাদ তিনি তারকেশ্বর ছেড়ে চলে যান। এদিন সাংসদের নিরাপত্তা ছিল আঁটোসাটো। প্রচুর পুলিশ মোতায়েন ছিল গোটা তারকেশ্বর মন্দির চত্বরে ও বাইরে।

https://youtu.be/3_S7n3vvofA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট