বামফ্রন্ট আমলের আরও এক মন্ত্রীর তৃণমূলে যোগদান


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
896

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলের মন্ত্রী মোর্তাজা হোসেন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কয়েক দিন আগেই পরেশ অধিকারী নাম লিখিয়ে ছিলেন শাসক দলে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে মোর্তাজা হোসেন সপরিবারে দলবদল করলেন। ফরওয়ার্ড ব্লকে আবারও ভাঙন ধরল।এদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ওই ফরওয়ার্ড ব্লক নেতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। পার্থবাবাবু বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষের সঙ্গে যোগাযোগ করে তিনি তৃণমূলে যোগদানের আবেদন করেছিলেন।আমরা আনন্দিত তাঁর যোগদানে।

সপরিবারে তৃনমূলে যোগ দিলেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী মোরতাজা হোসেন। স্ত্রী সোফিয়া সুলতানা, দুই চিকিৎসক পুত্র হাসান ও হোসেন ইমাম যোগ দিলেন তৃনমূলে। নিজের দলবদল নিয়ে এদিন মোর্তাজা হোসেন বলেন, এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ছেন। এনআরসি নিয়েও সরব মমতা। দু বছর সক্রিয় রাজনীতির বাইরে ছিলাম। চিকিৎসক হিসেবে প্রত্যক্ষ করেছি গ্রামীন বাংলার সাস্থ্য দারুন এগিয়েছে তা অভাবনীয়। আর জাতীয় রাজনীতিতে মমতা ছাড়া কিছু হবে না। তাই তৃনমূলে এলাম।

https://youtu.be/HcuzkyzpnNM

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট