উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লকের কানাইপুর পঞ্চায়েতের প্রধানের পদে নির্বাচিত হলেন আচ্ছালাল যাদব


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
809

সুমন করাতি---

হুগলী: দল না চাইলেও অনেক টানা পোড়েনের পর দলীয় কর্মীদের সমর্থনে অবশেষে উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লকের কানাইপুর পঞ্চায়েতের প্রধানের পদে নির্বাচিত হলেন আচ্ছালাল যাদব এবং উপপুরপ্রধান হলেন কনিকা ঘোষ। মোট ৩০ আসন বিশিষ্ঠ এই পঞ্চায়েতে ২৬ টিই দখল করেছে তৃণমূল। আজ বোর্ড গঠনে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশীষ চৌধুরী এবং উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব। আজ বোর্ড গঠনের পর তৃণমূল কর্মীদের বিজয়োল্লসের সাথে সাথে অটো করে ঘড়ে ফেরেন অাচ্ছালাল যাদব।

এদিন তিনি সাংবাদিকদের জানান আমার প্রথম কাজ হবে নৈটি রোড সংস্কার এবং আমি বিরোধীদের নিয়েই কাজ করব। অন্যদিকে কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সীবানি দত্ত এবং উপপ্রধান হলেন গৌর মজুমদার।

https://youtu.be/2LB7YmAZvDk

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট