প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর “অস্থি কলস ” গঙ্গাসাগরের পথে


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
648

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আবেগে ভাসলেন বিজেপির নেতা- কমীরা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর “অস্থি কলস” গঙ্গাসাগরে নিয়ে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ।দক্ষিণ ২৪ পরগনার আমতলায় হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরাণী।এছাড়াও ছিলেন রুপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমু্খ।স্মৃতি ইরাণী আবেগতাড়িত হয়ে ওঠেন অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিচারণা করতে গিয়ে।

https://www.youtube.com/watch?v=UleIKQyRYuM

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট