কোন্নগর থেকে দিল্লি রোড যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈটি রোডের বেহাল দশা


বুধবার,২২/০৮/২০১৮
932

বাংলা এক্সপ্রেস---

দীর্ঘদিন ধরেই কোন্নগর থেকে দিল্লি রোড যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈটি রোডের বেহাল দশা। প্রায় ৬ কিমি এই রাস্তা মেরামতি না হওয়ায় বেশকয়েকবার দূর্ঘটনাও ঘটেছে। আর বর্তমানে বর্ষার ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করাই দূর্বিসহ হয়ে উঠেছে। বারংবার প্রশাসনকে জানিয়েও কোন কাজ না হওয়ায় আজ স্থানীয় সিপিএম নেতা কর্মীরা পথ অবরোধে সামিল হলো। আজ তারা নৈটি রোডের উপর শুয়ে পড়ে পথ অবরোধে সামিল হয়। প্রায় ঘন্টাখানেক পর পুলিশ গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তারা। বেশকিছুক্ষন পর রাস্তা সারাইয়ের আশ্বাস মিললে অবরোধ ওঠে।

https://youtu.be/6UsGGkQeSS8

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট