বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহী স্কুল ছাত্রের, উত্তেজনা বাসন্তীতে


বুধবার,২২/০৮/২০১৮
549

বাংলা এক্সপ্রেস---

বাসন্তী: বাসের ধাক্কায় বাইক আরোহী এক একাদশ শ্রেণী স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। মৃতের নাম সাজাহান লস্কর(২০)।মৃত যুবকের বাড়ী বাসন্তী থানার রাধাবল্লভপুর গ্রামে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে ধরে ফেলে ব্যাপক ভাঙচুর চালায়। যদিও ঘটনার পর বাসটির চালক,কন্ডাক্টর,খালাসী পলাতক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা বাসন্তী থানার কালীডাঙ্গা এলাকায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিন খুশির ঈদে সকালে নামাজ পড়ে দুপুরে গ্রামের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে সবে বড় রাস্তায় উঠেছিলেন সাজাহান লস্কর নামে একাদশ শ্রেণীতে পাঠরত ঐ যুবক। সেই সময় আচমকা বারুইপুর-গদখালী রুটের একটি বাস এসে সামনে থেকে সজোরে ঐ বাইক আরোহী ছাত্রকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে ঐ বাইক আরোহী যুবক। স্থানীয় মানুষজন গুরুতর জখম অবস্থায় সাজাহান লস্কর নামে ঐ যুবককে উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনার পর বাসটি ধরে ফেলেন স্থানীয় মানুষজন। বাসের চালক,কন্ডাক্টর,খালাসী পালিয়ে গেলেও ঘাতক বাসটির উপর চড়াও হয়ে বাসটিতে ব্যাপক ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়েই বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুশির ঈদে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাতক বাসের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট