দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্যতম বৃহৎ ঈদের জমাত শকুনপুকুরে


বুধবার,২২/০৮/২০১৮
534

সাদ্দাম হোসেন মিদ্দে---

দক্ষিণ ২৪ পরগণা: সকাল বেলা প্রবল বৃষ্টি। তাও যেন তেন প্রকারে সেজে গুজে হাজির ঈদগাহে। বৃষ্টি বাধ সাধতে পারলো না ভাঙড়ের শকুনপুকুর ইদগাহে।মুসল্লিদের ভিড়ে নির্ধিরিত সময় সকাল ৭.৩০ মিনিটে জমাত শুরু হয়।

দক্ষিণ ২৪ পরগণা জেলার বৃহৎ ঈদগাহ গুলির মধ্যে শকুনপুকুর অন্যতম।এখানে ভগবানপুর অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের মানুষ একত্রে নামাজ আদায় করে থাকেন।এলাকার বিশিষ্ট ব্যাক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ।জমাত শেষে একে অপরে কোলাকুলি করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট