কেরলে ভয়াবহ বন্যা আটকে হুগলির পাণ্ডুযার আট যুবক


বুধবার,২২/০৮/২০১৮
532

সুমন করাতি---

হুগলি: কেরলে ভয়াবহ বন্যা আটকে হুগলির পাণ্ডুযার আট যুবক। গত তিন চার মাস আগে রাজ মিস্ত্রি ও সোনার কাজে গিয়েছিল তারা। কিন্তু কেরলে বন্যার কারনে তারা আর বাড়ি ফিরতে পারেনি। গভীর দুশ্চিন্তায় এখন তাদের পরিবার। কেরলে আলুয়া সহ আরো কয়েকটি জায়গায় তারা রয়েছে। জল থই থই সর্বত্র,সেই জায়গা থেকে কোনো ভাবেই বাড়ি ফিরতে পারছে না। পাণ্ডুয়া সরাই তিননা গ্রামে কামারপাড়ায় বাড়ি রবি রায়,স্বপন বালি ও অমৃত মালাকার সহ মোট ছয় জন আটকে পরেছে। এরা রাজ মিস্ত্রির সেন্টারিং এর কাজের জন্য গিয়ে ছিল। গত দশ দিন ধরে একটি পাকা বাড়ির ছাদে রয়েছে তারা। কোনো রকম খাবার পাচ্ছে না বলে ফোনে বাড়িতে জানিয়েছে।

এলাকারই থৈ পাড়ার আরো দুজন বন্যায় আটকে পরেছে। সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই,পানীয় জলের সমস্যার কথা জানিয়েছে সফি মন্ডল ও আমির মন্ডল।এরা জুয়েলারীর কাজে কেরলায় গিয়েছিল। বিপদ কাটিয়ে ঘরের ছেলেরা ঘরে ফিরুক চাইছে যুবকদের পরিবার।

https://youtu.be/E299dktVysw

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট