ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ঘটল এই ঘটনা


বুধবার,২২/০৮/২০১৮
660

বাংলা এক্সপ্রেস---

ট্রেন্টবিজে তৃতীয় টেস্টে ঘটল এই ঘটনা। হটাত উত্তাপ ছড়াতে শুরু করেছিল দিনের শেষ। টেস্টের দ্বিতীয় দিনে ঋশভ পান্থ কে আউট করে ” সেন্ট অফ দেন ” স্টুয়ার্ড ব্রড। এর আগে বিরাট কোহলি সামনে বোলিং স্যাডো করেছিলেন!  এই ঘটনা ভালোভাবে নেয়নি ভারতীয় দল। এর আগেও এই ক্রিকেটার মাঠে এই ধরনের আচরণ করেছেন। টি টোয়েন্টি ম্যাচে একবার তিনি এই আচরনের জন্য বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। স্টুয়ার্ড ব্রড এর এই আচরন ক্রীড়া মহলে সমালোচিত হয়েছে। ঋশব পান্থ এর মতো এই তরুন ক্রীকেটার এর প্রতি এমন আচরন কখনওই মেনে নিতে পারবে না কোন জাতীয় দল। বোলিং শ্যাডো নিয়ে বিতর্ক ইংল্যান্ড সিরিজে নতুন বিতর্কের জন্ম দেবে তা বলাই যায়।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট