কেরালায় ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস


মঙ্গলবার,২১/০৮/২০১৮
543

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: কেরালায় ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে সাহায্যের  হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে অর্থ সংগ্রহ অভিযান শুরু করল কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মীরা। কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায় ও শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্তের  নেতৃত্বে কংগ্রেস কর্মীরা কালিয়াগঞ্জ শহরের রায়গঞ্জ- বালুরঘাট  রাজপথের দুধারে থাকা দোকান ও ব্যাবসায়ীদের কাছ থেকে কেরলের বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। এর পাশাপাশি কালিয়াগঞ্জের সাধারন মানুষের কাছ থেকেও কেরলের জন্য অর্থ সাহায্যের আবেদন করছে কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস। কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায় বলেন, কেরালায় ভয়াবহ বন্যার কবলে লক্ষ লক্ষ মানুষ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে প্রায় গোটা কেরালা। খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে কেরালায়। এই সময়ে তাদের পাশে সামান্য কিছু সাহায্য কালিয়াগঞ্জবাসীর হয়ে দিতে পারলে উপকৃত হবেন দুর্গত মানুষেরা।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট