মহা সমারোহে পালিত হচ্ছে ঝুলন পূর্ণিমা


মঙ্গলবার,২১/০৮/২০১৮
2575

বাংলা এক্সপ্রেস---

নবদ্বীপ: ঝুলন পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবনী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে।আজ সোনারপুরে মহা ধুম ধামের সাথে পালিত হচ্ছে এই উৎসব। সারাদিন ধরে এই দিন রাধা কৃষ্ণ লীলা বর্ননা করা হয়।রাধা কৃষ্ণ এর প্রেমালাপ এর এক অনন্য দিন আজ। বাংলা সাহিত্য এই উৎসব এর উল্লেখ রয়েছে। এই দিন কে রয়েছে নানা ইতিহাস।এই দিন ভক্তিভরে সাধারণ মানুষ এই পূজায় অংশ গ্রহন করে। এই উৎসব ঝুলন পূর্নিমা নামে খ্যাত। সোনারপুরে নিকট এক জায়গায় আজ ঝুলন যাত্রা কিছু স্থির চিত্র তুলে ধরা হল।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট