ভারতের হয়ে সোনা জিতলেন কুস্তিগির ভীনেশ


সোমবার,২০/০৮/২০১৮
775

বাংলা এক্সপ্রেস---

সোমবার মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তীর ফাইনালে একজন জাপানি নাম তার ইউকি আইরিকে হারিয়েছেন তিনি। অন্যদিকে পুরুষ দের টেনিসে প্রি কোয়াটার ফাইলনালে উঠেছেন সুমিত নাগাল ও রাম কুমার রামনাথন। এশিয়ান গেমসে দ্বীতিয় দিনে ভারতের হয়ে সোনা জিতলেন কুস্তিগির ভীনেশ।এছাড়া পুরুষ দের ভলিবলে হংকংকে হারিয়েছে ভারত। ভারতের হয়ে এই খেতাব জেতার পর উচ্ছসীত এই তারকা খেলোয়াড়। এশিয়ান গেমসে ভারত এর হয়ে এনারা সকলেই ভালো খেলেছেন।ভারতের প্রতিভারা আজ বিকশিত।এশিয়ান গেমসে সোনা জিতে ভারতের জয়জয়কার চারিদিকে।

বাংলা এক্সপ্রেস মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট