মুর্শিদাবাদঃ কেরালায় বন্যায় এখনও পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ৩৭০। আর এর প্রভাব পড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়, এই জেলার কাজের জন্য বহু মানুষ গিয়েছিল কেরালায় ভয়াবহ বন্যার কবলে পড়ে অনেকই ফিরে আসতে পারেনি। তাদের বাড়ির মানুষেরা প্রিয় জনের ছবি আকড়ে ধরে আতঙ্কে সময় কাটাচ্ছেন। সব সময় প্রিয় জনদের কাছে ফোন করার চেষ্টা করছেন। বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছেন আর ভাবছেন যদি কখনো তাদের ফোনটা বেজে ওঠে সেই অপেক্ষায়। হরিহপাড়ার বিভিন্ন এলাকার মানুষদের সাথে কথা বলতে গিয়ে দেখা গেল তারা বাকরুদ্ধ অবস্থায় বসে রয়েছে, চোখে জল ছল ছল করছে।
মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের মানুষেরা কেরালায় যান কাজ করতে। বেশির ভাগ লোক কাজে গিয়েছেন ডোমকল, হরিহরপাড়া,সাগরদীঘি, বেলডাঙ্গা, কান্দী এবং অন্যান্য ব্লক থেকেও। এই জেলার প্রায় ৫-৭হাজার মানুষ কেরালায় কাজ করতে যান। জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটি ব্লক অফিসে শিবির খোলা হয়েছে। সেখানে পরিবারের লোকজন তাদের নিজেদের লোকের পরিচয় পত্র নিয়ে গিয়ে নাম লেখাচ্ছেন। মুর্শিদাবাদ জেলার জেলাশাসক পি উলগানাথন জানান যে এখন পর্যন্ত প্রায় ৩হাজার লোকের নাম আমাদের কাছে জমা পড়েছে। আমরা সেই সব নামের লিষ্ট নবান্নে পাঠিয়ে দিয়েছি। চেষ্টা করছি তাদেরকে ফিরিয়ে আনার।