গঙ্গা স্নান করতে এসে গঙ্গার জলে তলিয়ে গেল এক যুবক


সোমবার,২০/০৮/২০১৮
552

বাংলা এক্সপ্রেস---

গঙ্গা স্নান করতে এসে গঙ্গার জলে তলিয়ে যায় এক যুবক। স্থানীয় সূত্রে খবর যুবকটির নাম রোহন সিং আজ সকালেই গঙ্গা স্নান করতে এসে জেটি থেকে ঝাঁপ মারতে থাকে বেশ কয়েকজন যুবক। এরপর গঙ্গা জোয়ারের টানে তলিয়ে যায় রোহন সিং নামে এক যুবক। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি যুবকটিকে। ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর গোলাবাড়ি থানার পুলিশ ও ডুবুরী এসে খোঁজা শুরু করে।

https://youtu.be/ChqFM4R30wo

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট