ইংল্যান্ড এর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা টীম কোহলির


সোমবার,২০/০৮/২০১৮
775

বাংলা এক্সপ্রেস---

এদিন ইংল্যান্ড কে ১৬১ রানে অল আউট করে দেয় টিম ইন্ডিয়া।দুরন্ত ফর্মে রয়েছেন পান্ডিয়া। এদিন তিনি পাঁচটি উইকেট নেন। এছাড়া ২ টী করে উইকেট নিয়েছেন জশপ্রিত বুমরা ও ঈশান্ত শর্মা।এখনো ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা ও কোহলি।ইংল্যান্ড এর থেকে ২৮৭ রানে এগিয়ে রয়েছে ভারত।

তৃতীয় টেস্টে ঘুরে দারানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে টীম ইন্ডিয়া। শুধু তাই নয় ভারতীয় বোলিং লাইন আপ যথেষ্ট মজবুত। ২ টি উইকেট হারালেও দিনের শেষ এ ভালো যায়গায় ভারতীয় দল।ব্যাটিং লাইন আপ নিয়ে চিন্তার ভাজ থাকলেও, সহজে এই টেস্ট হাতছাড়া করবে না কোন দল।ইংল্যান্ড এর বিরুদ্ধে দিনের শেষ এ ভালো জায়গায় ভারতীয় দল!!

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট