ক্যানিংঃ প্রতিবেশির সাথে জমি নিয়ে বিবাদ চলছিল অনেকদিন ধরেই। আর সেই বিবাদের জেরে প্রতিবেশী গনেশ হালদার, জয়দেব হালদাররা আচমকা চরাও হয়ে বেধড়ক মারধোর করেন সুসমা মণ্ডল, মলিনা মণ্ডল, গৌতম মণ্ডল, নমিতা মণ্ডলদের। এই ঘটনায় গুরুতর জখম হন অন্তত তিনজন। তাদের মধ্যে মলিনা মণ্ডল অন্তঃসত্তা হওয়া সত্ত্বেও তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এসবের পাশাপাশি তাদের বাড়ি ঘর ও ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত বড় দুমকি গ্রামে। অভিযোগ এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ জানালেও কোন লাভ হয়নি। অভিযুক্তদের পরিবারের একজন সিভিক ভলেন্টিয়ারের কাজ করার কারণে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ আক্রান্তদের। ঘটনার পর থেকে আতঙ্কিত গোটা পরিবার।
জমি নিয়ে বিবাদের জেরে মারধোর, গর্ভবতী মহিলা সহ জখম তিন
রবিবার,১৯/০৮/২০১৮
563
বাংলা এক্সপ্রেস---