কেরলে কাজে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হল এক শ্রমিকের


রবিবার,১৯/০৮/২০১৮
493

বাংলা এক্সপ্রেস---

নদীয়া: কেরলে কাজে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হল এক শ্রমিকের। নদীয়ার নাকাশীপাড়া থানার চৌমুহা গ্রামের।সূত্রে জানা যায় ওই গ্রামের বাসিন্দা ১৯ বছরের যুবক বিলিয়ার মল্লিক। পিতা কেতাব মল্লিক শারীরিক ভাবে অসুস্থ সংসারে রয়েছেন এক বোন ও মা। আর্থিক অনটন ঘোচাতে উচ্চমাধ্যমিকের পর গত এপ্রিল মাসে নির্মাণ সহায়ক এর কাজে যান কেরল পোজিপোট। গত বুধবার বাড়িতে মা নাজমা বিবি কে ফোন করে জানান তারা খুব সমস্যার মধ্যে রয়েছে চারি দিকে জলে মধ্যে আটকে পড়ে আছে। শনিবার কেরল থেকে ফোন আসে তার নদীয়ার গ্রামের বাড়িতে। ফোনের মাধ্যমে জানা যায় যে বিল য়ার মল্লিক এর জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃত্যু সংবাদের পর এলাকায় নেমেছে শোকের ছায়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট