সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিল দল


রবিবার,১৯/০৮/২০১৮
765

বাংলা এক্সপ্রেস---

ভারতীয় মহিলাদের বিজয় রথ অব্যাহত!! আজ ঐতিহাসিক জয়ের সাক্ষী ভারতীয় মহিলা দল। শনিবার অনুর্ধ ১৫ সাফ ক্যাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা দল!এদিন বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভারতের মেয়েরা!! ভারতের ফুটবল প্রেমীদের কাছে খুশির খবর। খেলার ৬৭ মিনিটের মাথায় গোল করেন সুনীতা মুন্ডা। এদিন ভারতের এই জয়ে আনন্দিত ভারতীয় মহিলা দল।তাদের জয়ের ধারা অব্যাহত। বাংলাদেশকে হারিয়ে জয়ের মেজাজে ভারতীয় মহিলা দল।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট