ইভটিজিং এর দায়ে ২ মাস সশ্রম কারাদণ্ড দিল উলুবেড়িয়া আদালত


শনিবার,১৮/০৮/২০১৮
1204

আক্তারুল খাঁন---

হাওড়া: আর ইভটিজিং করলে ছাড় নাও মিলতে পারে। আইনে গেলে জেল জরিমানা দুই হতে পারে। উলুবেড়িয়া আদালত তার নজির দেখাল। পুলিশ সূত্রে জানা গেছে হাওড়া জেলার জয়পুর থানা এলাকার সৌমেন কোলে নামে যুবককের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগ উঠেছিল ২০১৭ সালের ১৭ মার্চ। তার পর থেকে পক্সো আইনে মামলা চলতে থাকে।গত ১৬ ই আগস্ট তার সাজা ঘোষণা করল উলুবেড়িয়া আদালত।তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ড দিল আদালত।এই এলাকায় নজিরবিহীন এমন রায় সচরাচর দেখা যায় না।এই রায় যেন অনেকেই সতর্ক করে দিল। ইভটিজিং যে মামুলি মামলা নয়,তা যেন প্রমাণিত হল। অনেক অভিভাবকরা বলতে শুরু করেছেন এই রায় সৌমেন কোলের কতটা ক্ষতি হল বা সৌমেন কোলেকে শুধরানোর সুযোগ দিল বলতে পারব না।তবে অনেক সৌমেন কোলে নিজেদের শুধরে নেবে। না হলে তাদেরও যে এমন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট